Thursday, September 21, 2017

অশ্রু ভেজা চোখে ইউনুস আলী কে স্মরণ



নিউজ ডেস্ক: প্রিয়জন হারানো শোকের কান্না আজও থামেনি। সাবেক জননন্দিত ইউনিয়ন সদস্য প্রয়াত ইউনুস আলী’র মৃত্যুর এক বছর পরেও শোকে কাতর হয়ে আছে তার প্রিয় ইউনিয়নবাসী। আজ বৃহস্পতিবার প্রয়াত এই নেতার মৃত্যু বার্ষিকীর দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেন তার পরিবার। অশ্রু ভেজা চোখে বার বার মুর্ছাযাওয়া আর প্রিয় নেতার রূহের শান্তি কামনার শব্দ আমিন-আমিন প্রকম্পিত হতে থাকে বার বার। শিশু থেকে আবাল-বৃদ্ধ-বনিতা সবাই যেন প্রিয়জন হারানো শোকে দ্বিতীয়বারের মতো ম্যুহমান হয়েছিলো।

তার মৃত্যু বার্ষিকী ও রূহের মাগফেরাত কামনায় নানা আয়োজন করে পরিবার সহ নানা সংগঠন ও ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০১৬ সালের আজকের এই দিনে ইউনিয়ন থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত হন। এর প্রেক্ষিতে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুকে আলিঙ্গন করে পরপারে চলে যান ইউনুস আলী। -সময়ের সংলাপ24/ দিলোয়ার হোসেন 

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ