Wednesday, September 21, 2016

লালাবাজারে সড়ক দূর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২ : মহাসড়ক বন্ধ একঘন্টা



দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার ৭ মাইল ফরিদপুর রাস্তার মূখে বাস চাপায় ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর একটার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন লালাবাজার ইউনিয়নের বাঘরখলা কালাপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে নব-নির্বাচিত ইউপি সদস্য ইউনুছ আলী (২৮) ও বাঘরখলা (দশআল) গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস শহিদ (৩০) ।

জানা যায়,তারা লালাবাজার ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষ করে মোটর সাইকেল নিয়ে কুরুয়া বাজার যাওয়ার পথে সিলেট গামী হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় স্থানীয় জনতা বাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। দূর্ঘটনার পর প্রায় ঘন্টা খানেক সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দক্ষিণ সুরমার এস আই আলতাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ