লালাবাজারে সড়ক দূর্ঘটনায় নব-নির্বাচিত ইউপি সদস্য ইউনুছ আলীর (২৮) ও আব্দুশ শহিদের অকাল মৃত্যু মেনে নিতে পারছেননা এলাকাবাসী। লালাবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক ইউনুছ আলী ও আব্দুশ শহিদের মৃত্যু সংবাদ মুহুর্তেই ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার তাদের সহপাঠি,বন্ধু-বান্ধবরা দুর্ঘটনা কবলিত এলাকায় এসে তার লাশ দেখে বিক্ষুব্ধ হয়ে পরেন। জানা যায়,এসময় তারা একটি বাসে আগুন দেন এবং মহাসড়ক অবরোধ করে রাখেন একঘন্টা। শোকে মুহ্যমান তাদের পরিবারের সদস্য ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ। নিহত ইউনুছ লালাবাজার ইউনিয়নের বাঘরখলা কালাপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে । আব্দুস শহিদ (৩০) বাঘরখলার বাবুল মিয়ার ছেলে ।
উল্লেখ্য,আজ (বুধবার) দুপুর একটায় লালাবাজার ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষ করে মোটর সাইকেল নিয়ে কুরুয়া বাজার যাওয়ার পথে সিলেট গামী হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় স্থানীয় জনতা বাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। দূর্ঘটনার পর প্রায় ঘন্টা খানেক সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দক্ষিণ সুরমার এস আই আলতাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।