সময়ের সংলাপ24: দক্ষিণ সুরমায় নুরজাহান কলেজের এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটন মিয়া নামের বখাটে যুবক। প্রেমে ব্যর্থ হয়েই সে শনিবার দুপুরে এ ঘটনা ঘটালে স্থানীয়রা তাকে পাকড়াও করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে। লিটন সিলেট নগরীর চারাদিঘীর পাড়ের আব্দুল মতিনের ছেলে।
আহত ফাতেমা নুরজাহান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে চন্ডিপুল এলাকায় ফাতেমার পথরোধ করে প্রেম নিবেদন করে বখাটে লিটন। তখন ফাতেমা তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে তার বুকে ছুরিকাঘাত করে আহত করে।
এদিকে, ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয় জনতা বখাটে লিটনকে ধরে গণধোলাইয় দিয়ে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর বিক্ষুব্ধ জনতার হাতে আটক বখাটে যুবককে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।