Monday, August 22, 2016

দীর্ঘ দিন পর বের হল তুনকে যেভাবে হত্যা করা হয়!!

তনু হত্যাকান্ডের তৃতীয় মেডিকেল রিপোর্টে বেরিয়ে এলো আরেকটি নির্মম ও পৈশাচিক ভয়ংকর তথ্য। এতে বলা হয়েছে, খাদ্য বিষক্রিয়ায় মারা গেছে তনু ! ভালুকের আক্রমণে নয় !

কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় গত ২০ই মার্চ সন্ধ্যায় টিউশনি শেষে বাসায় ফেরার পথে রাস্তা থেকে ৫ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন তনু‍। ঝালমুড়িতে ব্যবহৃত দীর্ঘদিনের পুরনো মাংসের ঝোল ও মসলা ব্যবহারের কারণে রাসায়নিক বিক্রিয়া ঘটেছিলো। সেই বিষাক্ত ঝালমুড়ি খাওয়ার সাথে সাথেই ফুড পয়জনে আক্রান্ত হয়ে তনুর গল‍ায় জ্বালাপোড়া শুরু হয়। বিশ্রাম নেয়ার জন্য তনু রাস্তার পাশ্ববর্তী একটি গাছের নিচে গিয়ে বসলে সেখানেই তার মৃত্যু হয়।

মেডিকেল টেস্টের কাজে ব্যবহৃত মেশিনে কিঞ্চিত সমস্যা থাকায় এর আগে ভালুক নিয়ে ভুল রিপোর্টটি এসেছিলো। এর জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ