Friday, April 22, 2016

৭৩৩ ইউপিতে নির্বাচন ২৮ মে

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ৭৩৩ ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ২৮ মে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ ও ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে ইসি। ষষ্ঠ ধাপের নির্বাচন হবে আগামী ৪ জুন। ইতোমধ্যে দু’ধাপের ভোটগ্রহণ করেছে ইসি। তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল ও ৭ মে।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ