Thursday, June 9, 2016

অপহরণের হাত থেকে তরুণীকে রক্ষা করতে গিয়ে ছাত্রলীগের মার খেল সাংবাদিক

অপহৃত তরুণীকে রক্ষা করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগ নেতাকর্মীর মারধরে গুরুতর জখম হয়েছেন এক সাংবাদিক।

ওই সাংবাদিককে পিটিয়ে জখম করেন শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটু ও তার অনুসারীরা।

বুধবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে এক তরুণীকে অপহরণকারীর কাছ থেকে রক্ষা করতে গিয়ে এ মারধরের শিকার হন বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের জাবি প্রতিনিধি শফিকুল ইসলাম।

নিরাপত্তা কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোলাম সরোয়ার নামের এক যুবক এক তরুণীকে অপহরণ করে ক্যাম্পাসে নিয়ে আসে। এ সময় বিডিনিউজের সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে নিরাপত্তাকর্মীকে ফোন দিয়ে তাদের হাতে তুলে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রধান ফটক ডেইরি গেটে অপেক্ষা করতে থাকেন। এ সময় জাবি ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটু সেখানে এসে অপহরণকারীকে পালিয়ে যেতে সাহায্য করে।

এতে বাধা দিলে সে শফিকের ওপর চড়াও হয়ে তার অনুসারীদের ফোন দিয়ে ডেকে এনে তাকে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ