Wednesday, July 13, 2016

একদিনে ৪ শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের উদ্বেগ



মৌলভীবাজার: জেলার কুলাউড়ায় একদিনেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে একই এলাকার চার শিক্ষার্থী। নিখোঁজের একদিন পার হয়ে গেলেও তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারগুলোতে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।

পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার জানায়, কুলাউড়া পৌরশহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিস চন্দ্রের মেয়ে পপি চন্দ্র (১২) সোমবার (১১ জুলাই) দুপুরে পরীক্ষা দিতে বাড়ি থেকে স্কুলে আসার পথে নিখোঁজ হন।


এদিকে ওইদিন বিকেলে পৌরশহরের আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানা ঢালী (১৩) ও একই গ্রামের স্কুলছাত্র ফাহিম আহমদ (১৫) নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে কুলাউড়া থানায় জিডি করেছে নিখোঁজের পরিবারগুলো।


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দোহা পিপিএম জানান, তাদের নিখোঁজের বিষয়টি এখনো রহস্যময়। তবে তাদের উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ