Saturday, July 16, 2016

কুমারপাড়ায় ছিনতাইর শিকার ব্যাংকার দম্পতি

সিলেট নগরীর কুমারপাড়ায় ছিনতাইর শিকার হয়েছেন এক ব্যাংকার দম্পতি। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। 

শুক্রবার বিকেল ৩টার দিকে কুমারপাড়া (গ্রামার স্কুলের বিপরীতের গলিতে) এলাকায় ছিনতাইর এ ঘটনা ঘটে।

ছিনতাইর শিকার রোকসানা ইসলাম মার্কেন্টাইল ব্যাংক সুবিদবাজার শাখার কর্মকর্তা। তার স্বামীও একই ব্যাংকের লালদীঘিরপাড় শাখার কর্মকর্তা।

জানা যায়- রোকসানা ও তার স্বামী উপশহর থেকে সিএনজি অটোরিকশাযোগে মালঞ্চ কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে আসছিলেন। কুমারপাড়া গ্রামার স্কুলের বিপরীত গলির ভেতরে আসার পর একটি মোটর সাইকেলে তিনজন ছিনতাইকারী এসে অটোরিকশার গতিরোধ করে।

এসময় ছিনতাইকারীরা রোকসানার গলা থেকে স্বর্ণের চেইন ও সাথে থাকা মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে শাহী ঈদগাহের দিকে পালিয়ে যায়।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ