ক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজধানীর যমুনা ফিউচার পার্কে নেওয়া হয়েছে র্যাব-পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি শপিংমলটির প্রশিক্ষিত কর্মীরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত আছেন। অনাকাক্ষিত পরিস্থিতি এড়াতে শপিংমলের প্রতিটি প্রবেশপথে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক আর্চওয়ে।
নিরাপত্তা নিশ্চিত করতে ভেহিক্যাল স্ক্যানার ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে প্রতিটি গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের।
এ ছাড়া আট শতাধিক ক্লোজ-সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং চলছে পুরো শপিংমল এলাকা।