জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কারের পদক সরিয়ে নিয়েছে সরকার। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রতিনিধিদল জাদুঘর থেকে পদকটি সরিয়ে নিয়ে যায়। এর আগে সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি দেয়া হয় জাদুঘর কর্তৃপক্ষকে। জাদুঘরের সংরক্ষণ বিভাগের প্রধান স্বপন কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। সেসময় পুরস্কারের পদক ও সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারকে না দিয়ে জাতীয় জাদুঘরে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। তখন থেকে পদকটি জাদুঘরের প্রদর্শনীতে রাখা হয়। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রদর্শনী থেকে সরিয়ে সেটি রাখা হয় সংরক্ষণ বিভাগে। গত ২৪ আগস্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার এবং জাদুঘর থেকে পদক ও সম্মাননাপত্র সরানোর সুপারিশ করে মন্ত্রিসভা কমিটি।