পলাতক ছাতির আলীকে আজ সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় ওসমানী নগর উপজেলার চিন্তামনি এলাকার একটি ধানক্ষেতের পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয় দুই শিশুর।
নিহতরা হল চিন্তামনি গ্রামের ছাতির আলীর ছেলে সুজেল আহমদ (১১) ও আব্দুল মুমিন (৯)।
ওসি আউয়াল বলেন, বিকালে ছাতির আলীর সঙ্গে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে যায় সুজেল ও মুমিন। দীর্ঘ সময় ধরে না ফেরায় তাদের খুঁজতে বের হন স্বজনরা।
“এ সময় তারা ডোবায় দুই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।”
ঘটনার পর থেকে বাবা ছাতির আলী পলাতক ছিলেন।