পুরো সিলেট বিভাগ জুড়ে গত ৩০মার্চ থেকে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা কোথাও মাঝারি দমকা বাতাস বইছে সাথে মুষলধারে বৃষ্টি। শুরু হওয়া এ বৃষ্টিপাত আগামী ৫ এপ্রিল পর্যন্ত থাকবে বলে জানিয়েছে সিলেটের আবহাওয়া দফতর ৷ তাছাড়া আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
সিলেট আবওয়া অফিসের আবহাওয়াবীদ সাইফ আহমদ জানিয়েছেন, ১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বৃষ্টিপাতের পরিমান ৬শ’ মিলিমিটারের চেয়ে বেশি।
গতকাল রবিবার কিছুটা কম বৃষ্টি হলেও রাত ১২টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। পরিমাণটা জানা যাবে আজ বিকেলের দিকে।
এ অবস্থা ৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সাইফ।
প্রতিদিনের বৃষ্টিপাতে পানি বাড়ছে হাওরে। সৃষ্টি হচ্ছে পানিবদ্ধতা (ডুবরা)। একমাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল কৃষকদের বুক ফাটা আর্তনাদে হাওরাঞ্চলে অন্যরকম পরিবেশ বিরাজ করছে। হাওর রক্ষাবাঁধ ভেঙ্গে ও ডুবরার পানিতে তলিয়ে যাচ্ছে বিশাল বিশাল হাওর। ইতিমধ্যে জেলার ধর্মপাশা উপজেলার ৫টি হাওরের বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে গেছে। গত দু’দিনে ধর্মপাশা উপজেলার ধারাম হাওরের উলাসখালি ও দৌলতপুর এলাকার বাঁধ ভেঙ্গেছে। টগার হাওরের বাঁধ ভেঙ্গে ফসল ডুবেছে। জগন্নাথপুর উপজেলার বিশাল নলুয়ার হাওর ডুবেছে। এ সকল হাওরের ফসল তলিয়ে যাওয়ার খবর জানিয়েছেন এলাকার কৃষকরা।