Monday, February 15, 2016

সড়কে প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহ : সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ৭ জন। ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তাদের মৃত্যু হয়।
রোববার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল হক জানান, সন্ধ্যায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দায় উপজেলার গাছতলা দয়ারামপুর নামক স্থানে বালুবোঝাই একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তারা মারা যান।

তিনি জানান, নিহতদের মধ্যে দুই নারী, এক শিশু ও তিনজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। নিহত অপরজন সিএনজিচালক।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ও সারোয়ার ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১ জন আহত হন। আহতাবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
পুলিশ ট্রাক ও অটোরিকশা আটক করেছে।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ