ঢাকা : রাজধানীর ভাটারা নতুন বাজার মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূর নাম অনামিকা (২৮)। স্বামীর নাম পলাশ।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের প্রতিবেশি ও সহযাত্রী উজ্জলা জানান, সন্ধ্যার দিকে তিনিসহ অনামিকা ও তার জমজ দুই ছেলেকে নিয়ে কেনাকাটার জন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে শাহজাদপুর যাচ্ছিলেন। এসময় অনামিকার ওড়নাটি অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।