নিজস্ব প্রতিবেদকঃ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। তাজপুর ডিগ্রী কলেজ শহীদ মিনারের বেদিতে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা রুবেল আহমেদ, সোহেল আহমেদ সুবেল, সাব্বির আহমেদ, জুয়েব আহমেদ, জে আই সোহান, জুবেল মিয়া, আমিনুল হক, জুবায়ের আহমেদ, হাবিব ওয়াহিদ, হেলাল মিয়া, জুমেল মিয়া, খালেদ আহমেদ, আকরাম আহমেদ, বসর আহমেদ, আল আমিন, সালেক, ইসমাঈল আলী, সালমান, রাসেল, মাসুম, জুনেদ, মুমিন, আলী আকবর, জাহান, রাসেদ, আমিন, শিপু,মাজেদ,সায়েখ,জামিল, সাহেদ, রিপন, সেলিম, রনি, আজহার, কাদির প্রমূখ-সময়ের সংলাপ24/সমগ্র বাংলাদেশ/ডি-এইচ