Thursday, April 14, 2016

বিকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে পুলিশের মাইকিং

বাংলা নতুন বছর বরণে গতবার সবার উৎসবে ছায়া ফেলা যৌন নিপীড়নের ঘটনার প্রেক্ষাপটে এবার বিকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে নিজ নিজ গন্তব্যে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং করেছে পুলিশ।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, বঙ্গাব্দ ১৪২৩ বরণে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুন্দর আনন্দঘন পরিবেশে নিরাপদে পহেলা বৈশাখ উদযাপন করেছে নগরবাসী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের তিনি বলেন, “বর্ষবরণ উপলক্ষে ব্যাপক ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।”

নগরবাসীকে বিকাল ৫টার পর উন্মুক্ত জায়গায় কোনো অনুষ্ঠান না করার জন্য অনুরোধ জানানোর প্রসঙ্গ তুলে ডিএমপি কমিশনার বলেন, “সবাই আমাদের অনুরোধে সাড়া দিয়েছে। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।”

ভোর থেকেই কড়া নিরাপত্তা ছিল জানিয়ে তিনি বলেন, “যতক্ষণ জনগণ রাস্তায় থাকবে ততক্ষণ নিরাপত্তা দেওয়া হবে। মানুষকে তো আমরা ঘরে ফিরিয়ে দিতে পারি না।”

সব ধরনের অবক্ষয় রোধের ডাক দিয়ে বৃহস্পতিবার বাংলা নতুন বছরের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ‘মঙ্গল শোভাযাত্রা’। সব ধরনের অবক্ষয় রোধের ডাক দিয়ে বৃহস্পতিবার বাংলা নতুন বছরের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ‘মঙ্গল শোভাযাত্রা’। বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’য় যোগ দিয়েছে বিদেশিরাও। বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’য় যোগ দিয়েছে বিদেশিরাও। “নগরবাসীকে বলব, আপনারা আনন্দ করুন, উৎসব করুন, ফুর্তি করুন; পুলিশ আপনাদের সঙ্গে থাকবে।”
বিকাল ৫টার পর রাস্তায় থাকতে বাধা নেই বলে জানালেও পুলিশের মাইকিং চলে সবাইকে বাড়িতে ফেরানোর জন্যই।

মাইকে বলা হচ্ছিল- “সবাইকে অনুরোধ করা যাচ্ছে, আপনারা আপনাদের নিজ নিজ গন্তব্যে চলে যান।”

গতবার টিএসসিতে যৌন নিপীড়রনের ঘটনার প্রেক্ষাপটে এবার পুলিশের এই বিধি-নিষেধ নিয়ে কড়া সমালোচনাও হয়েছিল।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ