এলাকাবাসী জানান, বন্দরের বেজের গাও এলাকার বিলের মধ্যে ওই বাড়িটির চারপাশে বর্ষার পানি বেষ্টিত। বিয়ের পর নববধূর স্বামী বিদেশ চলে যান। বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন তিনি। শনিবার শ্বশুর ঢাকা চলে যান। শাশুড়ি গ্রামের একটি বউ-ভাতে যান। দুপুর ২টার দিকে তিনি বাড়ির ঘাটের গোসল করতে নামলে বজলুল বিলের পানি সাঁতরে ওই বাড়িতে গিয়ে নববধূকে ধর্ষণ করে। এ সময় নববধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সাঁতরে পালিয়ে যায় বজলুল।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।