বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে কভেন্ট্রি রোডে এক সভা অনুষ্টিত হয়। বক্তারা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় সরকার ইর্ষান্বিত হয়ে তাকে একের পর এক মিথ্যা ও সাজানো মামলায় জড়াচ্ছে।
ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ জমসেদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল খালিক ও যুগ্ন সম্পাদক গোলজার আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন মোদাচ্ছির খান, অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি লুতফুর রহমান, সহ সভাপতি গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা, কেন্দ্রিয় যুবদলের সাংগঠনিক সম্পাদক এম এ মতিন বক্স, যুক্তরাজ্য যুবদল সভাপতি এম এ রহিম, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল হোসেন,ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সহ সভাপতি হরমুজ আলী, বিএনপি নেতা এ কে আজাদ, নুরুজ্জামান, মাসুক মিয়া, আফজাল খান লাকি, মাফিজ খান, মুজিবুর রহমান চৌধুরী, আওলাদ আলী, ফয়ছল আহমদ, আব্দুল কবির, মজনু মিয়া প্রমুখ।