নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী। শহর জুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা।
গতকাল মঙ্গলবার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের পর পরই আইনশৃংখলা বাহিনী শহরের নিরাপত্তা আরো জোরদার করে। রাস্তা, শপিংমল, কূটনৈতিক ও মন্ত্রিপাড়াসহ বিভিন্ন স্থানে চলছে পুলিশি তল্লাশি।
রাজধানীর প্রাণকেন্দ্র বসুন্ধরা শপিং মলেও একই দৃশ্য। দীর্ঘ লাইন অতিক্রম করে নিজের সঙ্গে থাকা প্রযোজনীয় জিনিস তল্লাসির পর সেখানে ঢুকতে পারছেন সাধারণ জনগণ। আর সেকারণেই একজন ব্যক্তিকে শপিং মলে ঢুকতে পার করতে হচ্ছে ৪০/৪৫ মিনিট।
ছবি: আরিফ চৌধুরী
ভোগান্তি পড়া সাধারণ জনগণ অবশ্য নিরাপত্তাকে সাধুবাদ জানিয়ে বলেছে, ঢাকা শহরে স্মরণকালের সর্বোচ্চ কড়াকড়ি চলছে। জনগণের নিরাপত্তার জন্য যদি দরকার তাহলে কষ্ট হলেও মেন নিতে হবে।
এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে চলছে পুলিশের টহল।
ছবি: আরিফ চৌধুরী