Friday, July 29, 2016

এখন প্রয়োজন ঐক্যের-আলী আহমদ



‘দেশ থাকলে রাজনীতি করা যাবে। দেশই যদি না থাকে, তাহলে রাজনীতি কোথায় করব। জঙ্গিবাদ নিয়ে এখন রাজনীতির সময় নয়। এখন দেশ ও মানুষ  রক্ষার সময়। তাই সব বিভেদ ভুলে আমাদের জঙ্গিবাদের বিরুদ্ধে এক কাতারে দাঁড়াতে হবে। জঙ্গিবাদের মূলোৎপাটন করতে হবে।’ জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় কথাগুলো বলেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। সারা দেশে বিরাজ করছে অস্থিরতা। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিদেশিরা বাংলাদেশে আসতে চাইছে না। এ অবস্থায় যখন দল-মতের ঊর্ধ্বে উঠে জঙ্গি তত্পরতা প্রতিরোধ করা প্রয়োজন, তখন আওয়ামী লীগ দলীয় রাজনীতি নিয়ে ব্যস্ত। রাজনীতির বাইরে তারা কিছু ভাবতে পারছে না। দেশ ও মানুষের স্বার্থে খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তার সময়োপযোগী এ আহ্বানের পর আওয়ামী লীগ নেতারা যে ভাষায় বক্তব্য রেখেছেন, তা দুঃখজনক। এতে প্রমাণিত হয়, আওয়ামী লীগ দেশ বা মানুষের নয়, সব সময় দলীয় রাজনীতি নিয়েই ভাবে। জঙ্গিবাদের উত্থানের কারণ হিসেবে দেশে গণতন্ত্র ও আইনের শাসনের অনুপস্থিতি দায়ী বলে মনে করেন বিএনপি নেতা আলী আহমদ। তিনি বলেন, যখনই কোনো দেশে গণতন্ত্র থাকে না, মানুষের বাকস্বাধীনতা থাকে না, আইনের শাসন থাকে না, তখনই অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। বর্তমানে বাংলাদেশে এ অবস্থা বিরাজ করছে। দেশে আইএসের অস্তিত্ব রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আলী আহমদ বলেন, গুলশানে জঙ্গি হামলার পর প্রমাণিত হয়েছে, দেশি ও বিদেশি জঙ্গিদের মধ্যে যোগসূত্র রয়েছে। কারণ গুলশানের হলি আর্টিজানে হত্যাকাণ্ডের পরপরই আইএস নিয়ন্ত্রিত ওয়েবসাইটে ছবি প্রকাশ করা হয়েছে। অথচ তখন বাংলাদেশের মিডিয়াগুলো সেখানে পৌঁছতেই পারেনি। তাই এতে স্পষ্ট বোঝা যায়, বাইরের জঙ্গি সংগঠনগুলোও এ দেশে সক্রিয় রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ