Tuesday, August 23, 2016

আজির উদ্দিনের খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন


ব্যবসায়ী আজির উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছে দক্ষিণ সুরমার বিভিন্ন সামাজিক সংগঠন। 

দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মকবুল হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. গিয়াস উদ্দিন, শহীদ রেজা, মকবুল হোসেন, তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, প্রচার সম্পাদক শরীফ আহমদ, দক্ষিণ সুরমা উন্নয়ন ফোরামের সভাপতি মুহাম্মদ ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, জাতীয় যুব সংহতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সদস্য সচিব ফয়জুর রহমান গেদুল, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ দক্ষিণ সুরমা শাখার সাধারণ সম্পাদক শাহ মজম্মিল আলী, দাউদপুর স্বপ্ন পূরণ একতা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ফটো সাংবাদিক এম.এ খালিক, লালাবাজার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারী জুনেদ আহমদ ব্যবসায়ী আজির উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্যবসায়ী আজির উদ্দিন হত্যাকারী যুবলীগ নেতা রিয়াজ ও তার ভাই তালামীয নেতা আজাদ উদ্দিনের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন ভরাউট গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন। ভরাউট গ্রামের আফতাব আলী, হাজী গউছ মিয়া, মতছির আলী মেম্বার, কবির মিয়া, বাবুল মিয়া, দুদু মিয়া, আলাল হোসেন, নসির মিয়া, দলা মিয়া, কাপ্তান মিয়া ব্যবসায়ী আজির উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

নেতৃবৃন্দ এক বিবৃতিতে নারকীয় এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোরদাবি জানান। নেতৃবৃন্দ বলেন এ হত্যাকান্ডের সাথে একটি চিহ্নিত গ্রুপ ছাড়া গ্রামের জনসাধারণের কোন সংশ্লিষ্টতা নেই। গ্রামবাসী এ হত্যাকান্ডের বিচার দাবি করে বলেন, শুক্রবার রাতে বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রাম ও দক্ষিণ সুরমা উপজেলার ভরাউট গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। ব্যক্তিগত বিরোধের জের ধরে একটি চিহ্নিত মহল এ হত্যাকান্ড ঘটায়। 

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ