Friday, August 26, 2016

ফারাক্কার পানিতে ডুবছে দেশ, দৃষ্টি ঘোরাতে আসছে নতুন নাটক

মরণ বাঁধ ফারাক্কার সব কয়টি গেইটই খুলে দিয়েছে 'বন্ধু রাষ্ট্র' ভারত। হুহু করে বাড়ছে দেশের সব নদ-নদীর পানি। ডুবছে খেত-খামার, জনপথ। 'বন্ধুরাষ্ট্রে'র এই 'মহান কর্মকান্ড' নিয়ে চিহ্নিত ভারতপন্থিদের মুখে রা নেই। ভারত-ভক্ত মিডিয়াও চুপ। ভারতের এধরনের আচরণে ফুঁসছে দেশের সাধারণ জনতা। ধারনা করা হচ্ছে, মানুষের দৃষ্টি সরাতে আসছে নতুন কোন 'নাটক'। 

ইতিমধ্যে পুলিশ প্রধান, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রী কিছুটা আভাস দিয়েছেন। শীঘ্রই নাকি কোন রাঘব-বোয়ালকে ধরা হবে। এক মেজর জিয়া গ্রেফতার হবে, হচ্ছে বলে করা হচ্ছে না। 

অনেকে বলছেন, এই কথিত মাষ্টার মাইন্ড জঙ্গি মেজর জিয়া আগে থেকেই নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছেন। এতদিন তাকে প্রকাশ্যে আনা হয়নি নানা কারণে। 

দীর্ঘদিন বিভিন্ন বড় বড় ইস্যুকে ডাইভার্ট করতে জামায়াত নেতাদের 'বলি' দেয়া হয়েছে। সেই বলির পাঠাও এখন শেষের দিকে। সরকারের হাতে বেশ কয়েকটা জঙ্গিকার্ড আছে। আর 'মাষ্টার মাইন্ড' জিয়া নাকি একটি বড় কার্ড। তাই চিন্তা ভাবনা করেই এই কার্ড খরচ করতে চায় সরকার ।

'ভারত বিরোধী' জনতার দৃষ্টি সরাতে কোন 'নাটক' আসছে এটাই এখন দেখার অপেক্ষা। 'জিয়া নাটক' নাকি মীর কাসেম 'বলি' এটা জানার জন্য কয়েকদিনের অপেক্ষা।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ