Saturday, September 3, 2016

রূপনগরে অভিযানে ‘জঙ্গি মেজর মুরাদ’ নিহত

রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নব্য জেএমবির সামরিক কমান্ডার কথিত মেজর মুরাদ নিহত হয়েছে। এ ঘটনায় রূপনগর থানার ওসিসহ আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, গাইবান্ধায় নিবরাসসহ গুলশান হামলাকারীদের প্রশিক্ষক ছিলো নিহত মুরাদ। এছাড়া গুলশান হামলার পরিকল্পনকারীর নিহত জঙ্গি তামীম চৌধুরীর আস্তানায় নিয়মিত যাতায়াত ছিলো তার। গোপন তথ্যের ভিত্তিতে, অভিযান শুরু করতে গেলে পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা করে চালায় জঙ্গিরা। এসময় আহত হন তিন পুলিশ সদস্য। পরে গুলাগুলিতে নিহত মুরাদ। আহত পুলিশ সদস্যদের স্কয়ায় হাসপাতাল ভর্তি করা হয়েছে।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ