Thursday, September 1, 2016

বিয়ানীবাজার থানায় জাতীয় পতাকা দিয়ে মুছা হয় চেয়ার টেবিল!

সিলেটের বিয়ানীবাজার থানায় জাতীয় পতাকা অবমানার অভিযোগ পাওয়া গেছে। বির্বণ হয়ে যাওয়া লাল-সবুজ পতাকা দিয়ে থানার চেয়ার টেবিল মুছা হয়। পরে তা জানালার গ্রিলে গুজে রাখা হয়। এভাবেই দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার থানায় অবমাননা করা হচ্ছে জাতীয় পতাকা।
সম্প্রতি থানায় আসা জনৈক এক ব্যক্তি জাতীয় পতাকার অবমাননার এমন দৃশ্য প্রত্যক্ষ করেন। তিনি একজন কনেস্টেবলকে টেবিল-চেয়ার মুছে জানালার গ্রিলে বির্বণ হয়ে যাওয়া জাতীয় পতাকা গুজে রাখতে দেখেন। তিনি মোবাইল ফোনে জানালায় গ্রিলে গুজিয়ে রাখা জাতীয় পতাকার ছবি তুলেন। ছবিতে দেখা যায় এসআই শেখরের সাথে কথা বলছেন এসআই দেবাশিষ। পাশের জানালার গ্রিলে গুজা রয়েছে জাতীয় পতাকা।
জানা যায়, জাতীয় পতাকা ব্যবহার অনুপোযোগী হলে পুলিশ সুপারের কার্যালয়ে জমা দিয়ে নতুন আরেক জাতীয় পতাকার নিয়ে আসার কথা রয়েছে। কিন্তু বিয়ানীবাজার থানায় তা মানা হয়নি। এক পুলিশ কর্মকর্তা বলেন, বিবর্ণ হয়ে গেলে নতুন আরেক পতাকা আমরা বানিয়ে নেই। আমার চাকরি জীবনে যত থানায় কাজ করেছি সবখানে পতাকা বানিয়ে নিয়েছি।
তবে জাতীয় পতাকা অবমাননা করা হয়নি দাবি করে বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আমি থানায় নতুন এসেছি। মাস দেড়েকের মধ্যে জাতীয় পতাকাকে অবমাননা করার মতো কোন ঘটনা এখানে ঘটেনি। এরপরও আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো। তিনি বলেন, জাতীয় পতাকার সম্মান বজায় রাখা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। জাতীয় পতাকা অবমাননা কোনভাবে মেনে নেয়া যায় না, যা অপরাধের সামিল। পতাকা দিয়ে চেয়ার টেবিল মুছা সম্পর্কে তিনি বলেন, এমন হওয়ার কথা নয়। এরপরও এমনটি হয়ে থাকলে সেটা খুব দুঃখজনক। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ