Thursday, September 1, 2016

ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল টাঙ্গাইল সরকারি পলিটেকনিক

এক ছাত্রীকে ধর্ষণ নিয়ে উত্তাল টাঙ্গাইলে সরকারি পলিটেকনিক ইনিস্টিটিউট কলেজ। এই ঘটনায় শিক্ষকের বিচার চেয়ে দিনভর বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে করে বুধবার ঐ প্রতিষ্ঠানে কোন ক্লাস হয়নি। এক পর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে।

অভিযোগ উঠেছে, গতকাল মঙ্গলবার ইলেক্ট্রনিক্স বিভাগের ইন্সট্রাক্টর আব্দুর রহিম ওই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে তার থাকার ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে শিক্ষক আব্দুর রহিম নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তিন দফা দাবিতে বিক্ষোভে অংশ নেয় প্রতিষ্ঠানটির সকল বিভাগের শিক্ষার্থীরা। অভিযুক্ত ওই শিক্ষকের অপসারণ দাবিতে তারা স্লোগান দিতে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বিক্ষোভের এক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ এক জরুরী মিটিংয়ে বসে। ওই জরুরি সভা থেকে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিস্কার ও অন্যত্র বদলির সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন অধ্যক্ষ লুৎফর রহমান ।



টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটে শিক্ষার্থী রয়েছে ১৫শ’র অধিক।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ