Saturday, December 17, 2016

নগরীর নয়াসড়কে মাঝরাতে দু’ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় একটি ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনালে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার দিনগত রাতে খেলায় রেফারির সিদ্ধান্ত নিয়ে দু'টি পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর ফাইনাল খেলায় অংশগ্রহনকারি দু'টি দলের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উপস্থিত দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত মাঠ ত্যাগ করার সময় বেশ ক’জন সামান্য আহত হয়েছেন। তবে কোন গুরুতর আহত নেই বলে নিশ্চিত করেছেন আসিফ আখতার চৌধুরী নামের এক দর্শক।

নয়াসড়ক কল্যাণ সংস্থা দ্বৈত ব্যাডমিন্টন টূর্ণামেন্টটির আয়োজক ছিল।

স্থানীয়সূত্র জানিয়েছে, ধাওয়া পাল্টা-ধাওয়ার সময় ককটেল বিস্ফোরনও ঘটানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিষয়টি সমঝোতার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদসহ এলাকার মুরব্বীরা।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ