দক্ষিণ সুরমার দুই গ্রামবাসীর মধ্যে সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষ সংঘর্ষে ৮ পুলিশসহ বেশ ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সোয়া ২টা থেকে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়। তাদের সঙ্গে জলকামান থাকলেও তা ব্যবহার করতে হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষ দর্শিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সীমানা নির্ধারণ নিয়ে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। শুক্রবার এ নিয়ে ২ গ্রমবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ ও শোনা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বিকেল সোয়া ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) সিলেটের পুলিশ সুপার ঘটনাস্থলে অবস্থান করছেন। সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে দক্ষিণ সুরমা থানার এসআই মুন্নাসহ ৮ পুলিশ এবং উভয় গ্রামের অধিবাসীদের মধ্যে আরও ১২/১৩ জন আহত হয়েছেন। পুলিশ সদস্যদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের ওসমানীসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।