Tuesday, February 23, 2016

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১



ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জামাল শেখ (৪০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। সংঘর্ষের সময় ১৬টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে বিবাদমান দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জামাল শেখ নিহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় বিল্লাল শেখ ও বাকলেস হরকরার সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ