Tuesday, February 16, 2016

ঢাকা মেডিকেলে কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

ঢাকা : লালবাগ থানার ২৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-মহাসচিব আনোয়ার হোসেন মাহবুব (৪৫) ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দুপুরা ২টার দিকে তিনি মেডিসিন বিভাগের ৭০২ ওয়ার্ডে মারা যান।

গতকাল রাত ৯টা ৪০ মিনিটে অসুস্থ আনোয়ার হোসেনকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। তিনি রাজনৈতিক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রয়েছে।

মৃতের মামাতো ভাই ওয়াহিদ বাংলামেইলকে জানান, গত ১৫ জানুয়ারি লালবাগ বাটা মসজিদের সামনে থেকে তাকে ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ