বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সরকার সিলেটের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছেন। কোটি মানুষের নেতা ইলিয়াস আলীকে অনতি বিলম্বে জনতার মাঝে ফিরিয়ে দিতে হবে। গণমানুষের নেতা ইলিয়াস আলীকে জনতার মাঝে ফেরত না দিলে জনগণকে সঙ্গে নিয়ে ফের আন্দোলনের ডাক দেয়া হবে। খাজাঞ্চী ইউনিয়নবাসীর সম্মানে শুক্রবার ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি এ টি এম নূর উদ্দিনের সভাপতিত্বে ইউপি মেম্বার আবদুল হাসিব ও আমির উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নিখোঁজ ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক, নবনির্বাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিজান আহমদ।